শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে অতিরিক্ত পানি ব্যবহারে জরিমানার বিধান জারি

২৮ মে, স্ট্রেইট টাইমস, এএফপি : গতকাল মঙ্গলবার পানি ব্যবহারের ওপর গত এক দশকের মধ্যে সবচেয়ে কঠিন বিধিনিষেধ আরোপ করেছে অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য। ১৯৬০ সালের পর এই প্রথম রাজ্যটিতে মারাত্মক খরা দেখা দেয়ায় রাজ্যটির প্রশাসন বাসাবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে পানি ব্যবহার সীমিত করতে জরিমানার বিধান আরোপ করেছে।

প্রশাসন জানায়, নিউ সাউথ ওয়েলস রাজ্যে পানি সংগ্রহ আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। তাই যারা হোস পাইপ ও সেচযন্ত্র ব্যবহার করে বাগানে পানি দিবে তাদের জরিমানা করা হবে। পানি ব্যবহারের এই বিশেষ পদ্ধতি রোধে বাসাবাড়ির ক্ষেত্রে প্রায় ২১০ ডলার এবং ব্যবসায় প্রতিষ্ঠান ও বাণিজ্যিক ব্যহারের ক্ষেত্রে প্রায় ৫৪০ ডলার পর্যন্ত জরিমানার বিধান জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালেও রাজ্য প্রশাসন পানি ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করেছিলো। 

অনলাইন আপডেট

আর্কাইভ