শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

মিরসরাইয়ে ঈদের কেনাকাটা জমে উঠেছে

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে বারইয়ারহাটে ক্রেতাদের উপচেপড়া ভিড়।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা: ঈদকে ঘিরে ১০ রমজান থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে জমে উঠেছে কেনাকাটা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারের মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। শেষ মুহুর্তে পছন্দের কাপড় ফুরিয়ে যাবে, দামও থাকবে চড়া। তাই মধ্য রোজার আগে থেকে কেনাকাটা শুরু করেছেন তারা। ক্রেতাদের কাছে টানার প্রতিযোগিতায় নেমেছেন ব্যবসায়ীরাও। ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে দেশি ও বিদেশি বিভিন্ন পোশাকে সাজানো হয়েছে উপজেলার মার্কেটগুলো। দেশীয় জামদানি, টাঙ্গাইল ও তাঁতের নতুন ডিজাইনের শাড়িসহ নারীদের বিভিন্ন পোশাক বিক্রি হচ্ছে ধুমধারাক্কা। ফ্যাশনের পাশাপাশি ঐতিহ্যতেও গুরুত্ব দিচ্ছেন নারীরা। আর প্রচুর কালেকশনের পাশাপাশি দাম এখনো কম থাকায় খুশি তারা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বড় ব্যবসায়ীক প্রাণকেন্দ্র বারইয়ারহাটের বিভিন্ন বিপনি বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষের পদচারণায় মুখর প্রতিটি মার্কেট। এতের মধ্যে নারীদের ভিড় সবচেয়ে বেশি।

অনলাইন আপডেট

আর্কাইভ