শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এশিয়ান ইউনিভার্সিটিতে এইচ এস সি পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে প্রস্তুতিমূলক সেমিনার

গত ১৫ মে এশিয়ান ইউনিভার্সিটিতে  এইচ এস সি পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে প্রস্তুতিমূলক সেমিনার ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এশিয়ান ইউনিভার্সিটি আশুলিয়া ক্যাম্পাসের আশপাশে অবস্থিত বিভিন্ন কলেজ থেকে এইচ এস সি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা এই সেমিনারে অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার গাইড লাইন পেয়ে,শপথ গ্রহণ করে সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশ গড়ে তোলার। প্রধান অতিথির বক্তব্যে এইউবি ভিসি বলেন, মেধা ও মানবিক মূল্যবোধসম্পন্ন দেশ গড়ে তোলার জন্য প্রয়োজন একঝাক মেধাবী তারুণ্য। যাদের চোখে মুখে থাকবে সীমাহীন সম্ভাবনার স্বপ্ন আর প্রকৃত দেশপ্রেম। আমি তোমাদেও চোখে সেই স্বপ্ন দেখতে পাচ্ছি। তোমাদেরকে এগিয়ে নিতে এশিয়ান ইউনিভাসর্টি সব সময় তোমাদের পাশে থাকবে। স্বল্প খরচে মানসম্পন্ন শিক্ষাদানে এশিয়ান ইউনিভাসটি’র সকল শিক্ষক সদা প্রস্তুত। চলো আমরা সবাই মিলে গড়ে তুলি সোনার বাংলাদেশ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ