শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

আনোয়ারা সড়কের বেহাল দশা ॥ যাত্রীদের দুর্ভোগ

এস,এম,সালাহ্উদ্দীন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খুবই গুরুত্বপূর্ণ আনোয়ারা রুস্তমহাট সড়ক। এই সড়কের বিভিন্নস্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ভোগান্তি বাড়ছে যাত্রী ও যানবাহন চালকের। জানা যায়, আনোয়ারা সদর ও চট্টগ্রাম শহরের সাথে বটতলী, রায়পুর, জুঁইদন্ডী ও বারশত ইউনিয়নের অধিকাংশ মানুষের যাতায়াতের পথ হলো আনোয়ারা রুস্তমহাট সড়ক। বর্তমানে সড়কটির বিভিন্ন অংশ জুড়ে খানাখন্দে ভরে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে গেছে। সরেজমিনে দেখা যায়, সড়কটির শোলকাটা, মনু মিয়ার দীঘি, ভগ্গন শাহের মাজার, পাইরগা পুকুর পাড় ও পূর্ব বটতলী এলাকায় খানা খন্দ। খানাখন্দগুলো বড় আকারের হয়ে ওঠায় সেখানে পানি জমে আছে। কয়েকটি স্থানের খানাখন্দে ইট দিয়ে ভরাট করা হলেও সেখানে উঁচুনিচু হয়ে আছে। সিএনজি চালক সাইফুল ইসলাম জানান, সড়কে বড় বড় গর্ত হওয়ায় সেখানে পানি জমে আছে। ফলে গাড়ি পার করানোর সময় গাড়ির ভেতরে পানি প্রবেশ করে যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মান্নান বলেন, ভূমিমন্ত্রীর প্রচেষ্টায় সড়কটি নতুনভাবে টেন্ডার হয়েছে। খুব শিগগির এর কাজ শুরু হবে। এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, সড়কটি মেরামতের জন্য প্রকল্প বরাদ্দ হয়েছে। এ বছরেই মেরামত করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ