শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নকল সোনার বার দিয়ে আসল স্বর্ণালংকার নিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ৩ প্রতারক আটক

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা করে নকল সোনার বার দিয়ে আসল স্বর্ণালংকার নেয়ার সময় তিন প্রতারককে  আটক করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর তিনটায় পৌর এলাকার পৈরতলা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার  ভুইশ্বর গ্রামের মিজান মিয়ার ছেলে সহিদ মিয়া-(৩০), একই উপজেলার বাড়িউরা গ্রামের জুরু মিয়ার স্ত্রী মুলকি বেগম- (৪৫) এবং নবীনগর উপজেলার কুড়িঘর  গ্রামের মোঃ আলমের ছেলে জসিম-(২৬)। পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে নবীনগর উপজেলার তিন  মহিলা চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া আসেন। চিকিৎসা শেষে তারা নবীনগর ফেরার জন্য পৌর এলাকার পৈরতলা বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় উঠলে ওই তিন প্রতারক তাদের কাছে কোনো টাকা-পয়সা নেই বলে তাদের কাছে থাকা নকল সোনার বারটিকে আসল  সোনা বলে মহিলাদের দেখিয়ে সোনার বারের বদলে টাকা দিতে বলেন। মহিলারা তাদের কাছে টাকা নেই বলার পর প্রতারকরা টাকার বদলে ওই তিন মহিলার সাথে থাকা স্বর্ণালংকার নিতে চাইলে তারা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  পৌছে তিন প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ