শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে প্রায় ৫০০ বাড়ি লণ্ডভণ্ড

লালমনিরহাট সংবাদদাতা : রোববার রাত ১২.১৫ মিনিটে লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে প্রায় ৫০০টি বাড়ি-ঘড় লণ্ডভণ্ড, গাছ-পালা, ভুট্টা ও ধানক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার, দলগ্রাম, চন্দ্রপুর, চামটা, মদাতী, গোপাল রায়সহ চড় এলাকায় প্রায় ৪০০ টি বাড়ী ও বিভিন্ন ফসলের ক্ষতি হয়। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি শিকার করে বলেন ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। এরপরে আর্থিক সহায়তা করা হবে। হাতীবান্ধা উপজেলার কয়েকটি এলাকায় প্রায় ১০০টি পরিবারের বাড়ি-ঘড়, ধান ও ভুট্টা আবাদে ব্যাপক ক্ষতি হয়েছে। হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আহমেদ জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। অপরদিকে আদিতমারী উপজেলার চড় এলাকাগুলোতে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি-ঘড়ের আংশিক ক্ষতি ও চলতি মওসুমের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ