বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

চট্টগ্রামে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানাসহ সীলগালা

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় কয়েকটি প্রতিষ্ঠান আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণকে ঠকানোর উদ্দেশ্যে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে এবং বিএসটিআই এর লাইসেন্স ব্যতিরেকে অবৈধভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে বিক্রয় করছে। এ সংবাদের ভিত্তিতে গত ৯ মে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪১, ৪৩, ৪৪, ৫৩ ধারা মোতাবেক মোল্লা এন্ড কোং এর মালিক আবুল বশর মোল্লাকে বিএসটিআই অনুমোদবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে চুটকি সেমাই উৎপাদন করার অপরাধে ০১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা, হোসেন ফুড এর মালিক ফয়েজ উল্যাহকে বিএসটিআই অনুমোদবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই, চুটকি সেমাই ও এগ নুডলস্ উৎপাদন করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা এবং  এসডি প্রোডাক্টস এর কর্মচারী কিশোর কুমার বৈদ্য ও মোঃ সাদ্দাম হোসেনকে বিভিন্ন ধরনের নকল কেমিক্যাল তৈরিতে সহায়তা করার অপরাধে ২ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ৩ লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা করা হয় এবং উক্ত কারখানা গুলো সীলগালা করা হয়। এসময় উক্ত প্রতিষ্ঠানগুলো থেকে  ৩০ টন ভেজাল জিরা,  ৬৫ টন চুটকি সেমাই, ১৫ টন লাচ্চা সেমাই, ৫ টন এগ নুডলস্, এবং ৭,০০০ লিটার নকল কেমিক্যালসহ এগুলো তৈরির মেশিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর উপস্থিতিতে ধ্বংস করা হয়। আদায়কৃত জরিমানার সর্বমোট ০৩ লক্ষ ৫২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনলাইন আপডেট

আর্কাইভ