শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা পাথরঘাটা পরিদর্শনে আওয়ামীলীগ নেতারা

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে আঘাত হানা ঝড়ে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটা পরিদর্শন করছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ও সাংসদ আমির হোসেন আমুর  নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানি চিনুসহ একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা বরগুনার পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরের চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামের বাঁধঘাটা এলাকায় পরিদর্শন করেন। এর আগে গত শুক্রবার ঘূর্ণিঝড় ফনিতে পাথরঘাটা উপজেলার সাড়ে আট শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া ও দক্ষিণ চরদুয়ানী গ্রামে। ওই এলাকায় ঘরচাপায় দাদি-নাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিনিধি দল পরিদর্শন শেষে একটি পথ সভায় অংশ নেন। এ সময় ক্ষতিগ্রস্ত নিহত পরিবারে মাঝে ২০ হাজার টাকার দুটি চেক, ও অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ