শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সম্পূরক কারণেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রক্ষা জরুরি---------এরদোগান

৭ মে, আনাদুলো : বিভিন্ন অঞ্চল এবং দেশের সঙ্গে তুরস্কের যে সম্পর্ক তা বিকল্প হিসেবে নয়, সম্পূরক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। সোমবার আঙ্কারায় ন্যাটোর কাউন্সিল পার্টনারের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, তুরস্ক ন্যাটোর অভ্যন্তরে তার শক্তিশালী অবস্থান বজায় রাখবে এবং জাতীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রয়োাজনীয় পদক্ষেপগুলোও গ্রহণ করবে।

তিনি বলেন, বিভিন্ন অঞ্চল এবং দেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক একে অপরের বিকল্প নয়; বরং একে অপরের পরিপূরক। এরদোগান আরও বলেন, তুরস্ক আশা করে ন্যাটো জোট তার যথাযথ অবস্থান বজায় রেখে এর জোটদের রক্ষা করবে এবং যে কারণে এটি প্রতিষ্ঠিত হয়েছে তার মান রক্ষা করবে।

অনলাইন আপডেট

আর্কাইভ