শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বিশ্বকাপের আগে ইনজুরিতে কেদার যাদব

বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। তার আগে ভারতীয় দলে দুসংবাদ হয়ে এসেছে অলরাউন্ডার কেদার যাদবের ইনজুরি। আইপিএলে কাঁধের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার গতকালের ম্যাচে এই চোট পান যাদব। পাঞ্জাবের ইনিংসের সময় ওভার থ্রো থামাতে গিয়ে আঘাত প্রাপ্ত হন কাঁধে। তারপর মাঠে খুব বেশি স্বস্তি পাচ্ছিলেন না চেন্নাইয়ের হয়ে খেলা এই তারকা। ১৪তম ওভারে মাঠ ছেড়ে যেতে হয় চোট অনুভব করায়। এমন চোটে চিন্তার ভাঁজ এখন ভারতীয় শিবিরে। কারণ ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলের একজন সদস্য তিনি। বিশ্বকাপের আগে সুস্থ হতে না পারলে বাধ্য হয়ে বিকল্প ভাবতে হবে ম্যানেজমেন্টকে। চেন্নাই কোচ স্টিফেং ফ্লেমিং জানালেন প্লে অফের বাকি সময়ে আর পাওয়া যাচ্ছে না যাদবকে, ‘কেদারের এক্স-রে বাকি। যেহেতু সামনে বিশ্বকাপ তাই তাকে এখন আর পাওয়া যাচ্ছে না টুর্নামেন্টে।’ যাদবের চোট প্রসঙ্গে ফ্লেমিং জানান, ‘ওর অস্বস্তিটা টের পাওয়া যাচ্ছিলো। খুব গুরুতর কিছু যেন না হয় সেই কামনা করি। তবে চোটটা খুব ভালো দেখা যাচ্ছিলো না। ’ ভারতীয় দলে অফস্পিনসহ ব্যাট হাতে বেশ কার্যকরী যাদব। এই অবস্থায় যদি সুস্থ হতে না পারেন তাহলে ঋষভ পান্ত বা আম্বাতি রাইয়ুডুর মধ্যে থেকে কেউ ডাক পেতে পারেন বিকল্প হিসেবে। ইংল্যান্ডের উদ্দেশে ভারত দেশ ছাড়বে ২২ মে। টুর্নামেন্ট শুরু হবে ৩০ মে। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ