শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জাতীয় যুব হ্যান্ডবলের সেমিফাইনালে চার দল

স্পোর্টস রিপোর্টার : মার্সেল চতুর্থ জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতায় চারটি দল  সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। দল চারটি হল ‘ক’ গ্রুপের চ্যাম্পিয়ন বান্দরবান জেলা, ‘খ’ গ্রুপের চ্যাম্পিয়ন চাপাইনবাবগঞ্জ জেলা, ‘গ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুষ্টিয়া জেলা ও ‘ঘ’ গ্রুপের চ্যাম্পিয়ন পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। আজ সকাল সাড়ে ৮টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বান্দরবান ও পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা। ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল  স্টেডিয়ামে ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। গতকাল চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ২৬-১২ গোলে জামালপুর  জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট পায়। দিনের দ্বিতীয় ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা ২৭-৫ গোলে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। দিনের তৃতীয় খেলায় কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ৩১-৮ গোলে ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে শেষ চারে নাম লেখায়। দিনের শেষ খেলায় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২৩-২১ গোলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে সেমিফাইনালে উঠে।  এবারের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। তার মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে বান্দরবান, গোপালগঞ্জ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে রয়েছে চাপাইনবাবগঞ্জ, লালমনিরহাট ও বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা। ‘গ’ গ্রুপে রয়েছে কুষ্টিয়া, ফরিদপুর ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ‘ঘ’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম, পঞ্চগড় ও সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

অনলাইন আপডেট

আর্কাইভ