শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘাসের ওষুধে মরল ৫০ বিঘা জমির পাট

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা ইউনিয়নের সাড়াবাড়ীয়া গ্রামের মাঠে পাটক্ষেতে ঘাস মারার ওষুধ প্রয়োগ করায় কৃষকের ৫০ বিঘা জমির পাট বিনষ্ট হয়েছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান জানান, কয়েকদিন আগে দামুড়হুদার মদনা-পারকৃষ্ণপুর ইউপির সাড়াবাড়ীয়া গ্রামের ২২ জন চাষি গ্রামের সাইদুর মেশিনারিজ থেকে পাট ক্ষেতে ঘাসমারা ওষুধ কিনতে গেলে বিক্রেতা চাষিদের ভুল বুঝিয়ে গম ক্ষেতের ঘাস মারার ওষুধ পাটক্ষেতে দেয়ার পরামর্শ দেন। তার দেয়া পরামর্শ মোতাবেক ২২ জন কৃষক তাদের ৫০ বিঘা পাটক্ষেতে ঘাসমারা ওই কো¤পানির ওষুধ প্রয়োগ করে। ক্ষেতে ওষুধ প্রয়োগ করার পর থেকে পাটের চারা মরা শুরু হয়। এসময় ভুক্তভোগী কৃষকরা উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন।  চাষিদের অভিযোগে সোমবার কৃষি অফিসার সামিউর রহমান দ্রুত ডিলার সাইদুর মেশিনারিজে অভিযান চালিয়ে বিভিন্ন কো¤পানির মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করেন।  এ সময় দামুড়হদার ইউএনও রফিকুল হাসানকে সংবাদ দিলে তিনি দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার সাইদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। ডিলার সাইদুর রহমান নগদ ১০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পান।  ঘাষ মারার বিষ প্রয়োগে ক্ষতিগ্রস্ত চাষিদেরকে সেমকো কোম্পানি ও ডিলার সাইদুর রহমান বিঘা প্রতি চাষিদেরকে ১১শ’ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ