শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

বেনাপোলে পৌণে দুই কোটি টাকার ভারতীয় ইমিটেশন গয়না জব্দ

খুলনা অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশির সময় এক কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের তিনটি কাভার্ড ভ্যান বোঝাই ভারতীয় ইমিটেশন জুয়েলারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গত মঙ্গলবার এই চালান আটক করা হলেও সোমবার (১৫ এপ্রিল)  বিকেল ৩টার দিকে এক প্রেসনোটের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা। বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে অবৈধপথে আনা তিনটি কাভার্ডভ্যান বোঝাই ভারতীয় ইমিটেশন গয়নার একটি চালান বেনাপোল বন্দর এলাকা থেকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে দিয়ে ঢাকার উদ্দেশে নেওয়া হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আগে থেকে গোপন অবস্থানে থাকে। পরে ইমিটেশন জুয়েলারি বোঝাই তিনটি কাভার্ডভ্যান আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসলে তা জব্দ করে যশোর ব্যাটালিয়নে নেওয়া হয়। দীর্ঘ এক সপ্তাহ হিসাব নিকাশ করে জানা যায় তিনটি কাভার্ডভ্যানে এক কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকার ইমিটেশন জুয়েলারি রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ