মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

আজারের জোড়া গোলে তিনে চেলসি

 স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে পয়েন্ট হারানোর প্রতিশোধ নিয়েছে চেলসি। এদেন আজারের জোড়া গোলে জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠেছে মাওরিসিও সাররির দল। স্ট্যামফোর্ড ব্রিজে সোমবার রাতে ২-০ গোলে জিতে স্বাগতিকরা। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরেছিল ২০১৬-১৭ মওসুমের লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৪তম মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন আজার। সতীর্থের পাস পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে এগিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড। দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে আজারের বাড়ানো বল ধরে দুরূহ কোণ থেকে গনসালো হিগুয়াইনের শট পোস্টে বাধা পায়। বিরতির ঠিক আগে আর্জেন্টাইন স্ট্রাইকারের কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আজার। রস বার্কলির ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে দ্বিতীয় গোলটি করেন আজার। এবারের লিগে এই নিয়ে ১৬ গোল করলেন তিনি। ৩৩ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে তৃতীয় স্থানে ওঠা চেলসির পয়েন্ট ৬৬। চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬৪। এর চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে আর্সেনাল। এই দুই দল অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে। ৩৩ ম্যাচ খেলা লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। ষষ্ঠ স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩২ ম্যাচে ৬১।

অনলাইন আপডেট

আর্কাইভ