শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ওয়াহিদী প্রধান উপদেষ্টা কায়সার সভাপতি সজল সাধারণ সম্পাদক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর দ্বিবার্ষিক সম্মেলন গতকাল কথাকলি কিন্ডারগার্টেন মিলনায়তনে আহ্বায়ক গাজী সামছুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবুল কাসেম মোঃ ওয়াহিদী, বিশিষ্ট সমাজ সেবক কায়সারুল আলম , এসোসিয়েশন এর অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি,মোঃ ইমাম উদ্দিন প্রমুখ।  দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী ২ বছরের জন্য লিটল ফেয়ার গ্রামার স্কুলের পরিচালক কায়সারুল আলমকে সভাপতি ও লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর পরিচালক ডাঃ সজল কুমার শীলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কমিঠি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে চিলড্রেন্স গার্ডেন কিন্ডারগার্টেন এর চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম মোঃ ওয়াহিদীকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা ।  কমিঠির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সিনিয়র সহ সভাপতি হলিক্রিসেন্ট ইন্টাঃ এর পরিচালক রেজাউল করিম, সহ সভাপতি- এস এস চৌধুরী ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি ও নাহার একাডেমির পরিচালক কাজী সাব্বির আহমদ, সহসাধারণ সম্পাদক- মোঃ হাসানুজ্জামান ও সাহাব উদ্দিন (মডার্ন কিন্ডারগার্টেন),অর্থ সম্পাদক - মোঃ ফরহাদ হোসেন (নর্থ সিটি মডেল স্কুল),সহ অর্থ সম্পাদক জিয়াউল হক( সীতাকুণ্ড পাবলিক স্কুল), সাংগঠনিক সম্পাদক- মোঃ শাহাদাত হোসেন কামরুল (হলি কেয়ার ইন্টাঃ কিন্ডারগার্টেন),সহ-সাংগঠনিক সম্পাদক- মোঃ জহুরুল আলম মুন্না(এইচ এস হক ইনস্টিটিউট),প্রচার সম্পাদক- মোঃ রিদুয়ান মিয়া (সিটি মডেল স্কুল),সহ প্রচার সম্পাদক- নির্মল চন্দ্র দাশ ( জি এন আদর্শ কিন্ডারগার্টেন),দপ্তর সম্পাদক- মোঃ আব্দুল্লাহ আল হুমায়ুন(হাজী জামাল আহমদ ইন্টাঃ কিন্ডারগার্টেন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ শাহ রুবেল ( ফৌজদারহাট পাবলিক স্কুল),ক্রীড়া সম্পাদক - এম এ মামুন (জুয়েল মেমোরিয়াল কিন্ডারগার্টেন), মহিলা সম্পাদিকা- নাহিদ শারমিন ( গ্রামার পয়েন্ট ইন্টাঃ স্কুল), নির্বাহী সদস্য- মোঃ ইমাম উদ্দিন( এভারগ্রীন কেজি স্কুল),মোঃ আমিনুল ইসলাম ( বড় দারোগারহাট জে কে শিশু নিকেতন), মোঃ আলমগীর হোসেন (বারআউলিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন) মোঃ আবু তাহের চৌধুরী ( টেলেন্টাস গ্রামার স্কুল)।

অনলাইন আপডেট

আর্কাইভ