মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

শাহজাদপুরে যমুনা চরের হাট-বাজারের সংস্কার নেই

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : যমুনার দুর্গম বড় চাঁনতারা হাট ও বাজার -সংগ্রাম

এম,এ, জাফর লিটন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনার দুর্গম চরের হাট-বাজারের কোন সংস্কার নেই। যমুনা চরের সোনাতনী ইউনিয়নের বানতিয়ারচর হাট, শ্রীপুরহাট, ধীতপুর কুরশিহাট,বড় চাঁনতারা হাট, ছোটচাঁনতারা হাটগুলোর পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও টয়লেট না থাকায় ক্রেতাবিক্রেতাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিটি হাটবাজারে সপ্তাহে দুইদিন করে হাট বসে। যমুনার দুর্গম চরের প্রায় ২০টি গ্রামের প্রতিদিন শত শত লোককে বাজার করতে আসতে হয়। অথচ হাটগুলোতে পরিকল্পিত কোনো টয়লেট ব্যবস্থা নেই। যারফলে হাটে আসা লোকজন জরুরি প্রয়োজনে হাট সংলগ্ন বিভিন্ন বাড়িতে যেতে বাধ্য হয়। প্রতিটি হাটে চলাচলের নির্দিষ্ট রাস্তা নেই, যমুনার বালুকাময় পথ পাড়ি দিয়ে হাটে আসতে হয়। নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, যমুনা চরের শুধু মাত্র বানতিয়ার হাট ছাড়া কোন হাটÑবাজারের ইজারা নেই। ফলে স্থানীয় প্রভাবশালীরা হাট বসিয়ে দোকানীদের নিকট থেকে ইচ্ছামত খাজনা আদায় করে থাকে। কিন্তু অভিযোগ উঠেছে, এই টাকা হাটবাজার উন্নয়নে ব্যবহার করা হয় না। সরেজমিনে বানতিয়ার ও বড় চাঁনতারা  বাজারে গিয়ে দেখা গেছে, বাজারটি বিশাল এলাকা নিয়ে গঠিত হলেও বাজারের পশ্চিমপার্শ্বে নদী এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে একমাত্র শোচৗগারটি, যা ব্যবহারে অনুপযোগী। সর্বসাধারণ ব্যবহার করার জন্য কোনো শৌচাগার নেই। এত বড় বাজারে নেই কোনো পানির ব্যবস্থা। বাজারের ভেতরে কাঁচা বাজারের পাশাপাশি প্রায় ২০টির মত খাঁচা বসিয়ে মুরগীর ব্যবসা করে যাচ্ছে ব্যবসায়ীরা। মাছের বাজার বসছে খোলা জায়গায়, নোংরা পরিবেশে। মাছ বাজারে আশে পাশে ময়লাআবর্জনার দুর্গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। ময়লাআবর্জনায় পানি প্রবাহের পথ বন্ধ থাকায় সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে উঠে। ধীতপুর কুরশী প্রতি সপ্তাহে বিশাল গরুর হাট বসলেও এখান থেকে স্থানীয় আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি মেম্বর শামসুল আলম এককভাবে ইজারা তুলে মোটা অঙ্কে অর্থ লুফে নিচ্ছে। সরকারি ইজারা না থাকায় পশুর হাট থেকে অতিরিক্ত খাজনা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। বৃষ্টির পানিতে পশুর হাটে হাটুসই কাঁদাযুক্ত থাকে। অথচ ইজারার টাকা হাটের উন্নয়নে ব্যবহার করা হচ্ছেনা। এ ব্যাপারে যমুনা চরের সোনাতনী ইউপি েেচয়ারম্যান লুৎফর রহমান জানান, সরকারি ইজারা নেই, স্থানীয়রা জায়গা জমি দিয়ে হাট বসিয়েছে বিধায় জায়গার মালিকরা ইজারার টাকা দিয়ে উন্নয়ন করতে ব্যর্থ হচ্ছে। তারপরেও আমি কর্মসূচীর মাটি দিয়ে বড় চাঁনতারা হাট মাটি তুলে উঁচু করে দিয়েছি।

অনলাইন আপডেট

আর্কাইভ