বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় বৃদ্ধা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

খুলনা অফিস : খুলনায় বৃদ্ধা শিফালী বণিক (৬০) হত্যা মামলায় সজল বণিক (২৪) কে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোছা. রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদ-প্রাপ্ত আসামী সজল বণিক ২৯/১ সোনাডাঙ্গা ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা আব্দুস সামাদ সাহেবের বাড়ির ভাড়াটিয়া তপন বণিকের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৯ নবেম্বর রাত পৌণে ৮টার দিকে সজল বণিক নগরীর বয়রা মেইন রোডের  ১৯৬ তারাবাটি টেক্সাটাইল মিল মসজিদের পার্শ্বের গলির বাসিন্দা আব্দুল হালিম সাহেবের বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া মৃত গোবিন্দ লাল বণিকের স্ত্রী শিফালি বণিকের বাসায় ডাকাতি করতে যায়। এ সময় বৃদ্ধা শিফালি  ঘরে একা ঘুমিয়ে ছিলেন।  শেফালি বণিকের গলার স্বর্নের চেইন ছিনিয়ে নেয়ার সময় সে ডাক চিৎকার দেয়। এরপর সজল ওই ঘরে থাকা ধারালো বটি দিয়ে শেফালীকে কুপিয়ে হত্যা করে। আশপাশের লোকজন ছুটে এসে ওই ঘরে শেফালীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঘরের মধ্যে খোজাখুজি করে বাথরুমে লুকিয়ে থাকা সজলকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী সজলকে গ্রেফতার করে। এঘটনায় নিহতের ছেলে মানস বণিক নারায়ন বাদি হয়ে পরদিন সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন (নং০৪)। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৬ সালের ২৯ অক্টোবর এসআই শফিউদ্দিন স্বজলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।  মামলা চলাকালে আদালত ১৫ জন স্বাক্ষীর মধ্যে ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন এপিপি কাজী সাব্বির আহমেদ এবং বাদি পক্ষে রাষ্ট্র পক্ষকে সহায়তা করেন এডভোকেট তৌহিদুর রহমান তুষার।

অনলাইন আপডেট

আর্কাইভ