বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

বাংলাদেশে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার : এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। তিন সপ্তাহের সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে সফরকারীরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে খবরটি। পাকিস্তানের স্কোয়াড ২৫ এপ্রিল আসবে বাংলাদেশে। আর ২৯ এপ্রিল তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে খেলা। এই সিরিজ সামনে রেখে ৩১ মার্চ থেকে লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করবে প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ খেলোয়াড়, সেখান থেকে পিসিবি চূড়ান্ত দল ঘোষণা করবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। দুবাইয়ে অস্ট্রলিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে পাওয়া সাফল্য ধরে রাখার আশা পাকিস্তানের। ৫০ ওভারের পাঁচ ম্যাচের সিরিজ পাকিস্তান জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে। সেই সুখস্মৃতি সঙ্গী করে এবার বাংলাদেশে আসছে তারা। সূচি নিশ্চিত করে পিসিবির ডিরেক্টর ইন্টারন্যাশনাল জাকির খান বলেছেন, ‘এই সিরিজটি অনূর্ধ্ব-১৬ দলের সামনের ও ভবিষ্যতের সিরিজের জন্য বড় একটি ধাপ। দুবাইয়ে পাকিস্তান হারিয়েছে অস্ট্রেলিয়াকে, আর এখন তাদেরই মতো কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভিন্ন কন্ডিশনে।’ বাংলাদেশ সফরে আসা পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল তিন দিনের ও ৫০ ওভারের ম্যাচ খেলবে দুই ভেন্যুতে। ২৯ এপ্রিল তিন দিনের ম্যাচ শুরু হবে ফতুল্লায়। আর পরের ম্যাচগুলো হবে খুলনায়। ১৫ মে ৫০ ওভারের তৃতীয় ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বাংলাদেশ সফর।

 

অনলাইন আপডেট

আর্কাইভ