শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আইসল্যান্ডকে উড়িয়ে দিল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: ইউরোর বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফ্রান্স। নিজেদের মাঠে সোমবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতে প্রতিযোগিতাটির গতবারের রানার্সআপরা। মলদোভাকে ৪-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল দিদিয়ের দেশমের দল। অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়ে বাছাই শুরু করা আইসল্যান্ড পেল প্রথম হারের স্বাদ। শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকা ফ্রান্স এগিয়ে যায় উমতিতির দ্বাদশ মিনিটের গোলে। বাঁ দিক থেকে এমবাপের বাড়ানো ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন বার্সেলোনার এই  ডিফেন্ডার।ষোড়শ মিনিটে গিলফি সিগুর্দসনের হেড ফিরিয়ে গত ইউরোতে কোয়ার্টার-ফাইনাল খেলা আইসল্যান্ডকে সমতায় ফিরতে দেননি উগো লরিস। পল পগবার চিপ করে বাড়ানো বলে অফসাইডের ফাঁদ ভেঙে জিরুদের ফ্লিকের প্রচেষ্টাও উপরের জাল কাঁপায়।জিরুদের গোলেই ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ডান দিক থেকে পাভার্দের ক্রস ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর সহজেই জাল খুঁজে নেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৩৫ গোল নিয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জিরুদ এককভাবে উঠে এলেন তৃতীয় স্থানে। এতদিন দাভিদ ত্রেজেগের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে ছিলেন তিনি। ৪১ গোল নিয়ে মিশেল প্লাতিনি দ্বিতীয় স্থানে ও ৫১ গোল নিয়ে থিয়েরি অঁরি আছেন শীর্ষে। ৭৮তম মিনিটে ফ্রান্সের জয় অনেকটাই নিশ্চিত করে দেন এমবাপে। গ্রিজমানের বাড়ানো বল ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে ছিটকে দিয়ে নিখুঁত শটে স্কোরলাইন ৩-০ করেন পিএসজি ফরোয়ার্ড।দুই ফরোয়ার্ডের দারুণ বোঝাপড়ায় চতুর্থ গোলটি পায় ফ্রান্স। এমবাপের ব্যাক হিল করে বাড়ানো বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন গ্রিজমান।

অনলাইন আপডেট

আর্কাইভ