বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

মেক্সিকোয় সাংবাদিককে গুলী করে হত্যা

১৭ মার্চ, ইন্টারনেট : মাদক ও অপরাধ চক্র বিষয়ে নিয়মিত কাভারেজ করা মেক্সিকোর এক সাংবাদিককে গুলী করে হত্যা করা হয়েছে। মার্কিন সীমান্তবর্তী সোনোরা রাজ্যে নিজ বাড়িতে সান্তিয়াগো বারাসো (৪৭) নামের ওই সাংবাদিককে খুব কাছ থেকে গুলী করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার রাজ্যের প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার অজ্ঞাত আততায়ীরা তার বাড়ির দরজায় কড়া নাড়ার পর তাকে গুলী করে। পরে হাসপাতালে তাক মৃত ঘোষণা করা হয়। নিজের কাজের জন্যই বারাসোকে হত্যার শিকার হতে হয়েছে কিনা তা এখনও পরিস্কার না হলেও চলতি বছর মেক্সিকোতে চতুর্থ সাংবাদিকহিসেবে খুন হলেন তিনি। মার্কিন সীমান্ত শহর স্যান লুইস রিও কলোরাডোতে মাল্টিমিডিয়া সাংবাদিক হিসেবে কাজ করতেন বারাসো। স্থানীয় রেডিওতে একটি শো উপস্থাপনা করার পাশাপাশি রেড ৫৬৩ নামে একটি নিউজ ওয়েবসাইটের ব্যবস্থাপনা পরিচালকের কাজ করতেন। এছাড়াও তিনি সাপ্তাহিক সংবাদপত্র কন্ট্রাসেনার কন্ট্রিবিউটর ছিলেন তিনি।

শুক্রবার রেড ৫৬৩ এক টুইট বার্তায় বলা হয়, ‘আমরা গভীর দুঃখ ও অনুতাপের সঙ্গে জানাচ্ছি ৪৭ বছর বয়সী সাংবাদিক সান্তিয়াগো বারাসো মেক্সিকোর সোনোরোর স্যান লুইস রিয়ো কলোরাডোতে খুন হয়েছেন’।

অনলাইন আপডেট

আর্কাইভ