শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শুদ্ধ সাংস্কৃতিক বিকাশই আলোকিত মানুষ গড়তে পারে

ধ্রুব সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর অঞ্চলের ২০১৮ শিক্ষাবর্ষের সংগীত ,তবলা আবৃত্তি নৃত্য বিষয়ক ১ম থেকে ৭ম বর্ষ পর্যন্ত ক্রিয়াত্বক পরীক্ষা ২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯টায় চকবাজারস্থ চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। পরীক্ষা শুরুর প্রারম্ভে উপস্থিত অতিথিরা দেশের সৃজনশীল কর্মকান্ডের বিকাশের উপর আলোকপাত করেন। অনুষ্টানের শুভ উদ্বোধন করেন পল্লী কবি জসিম উদ্দিন স্মৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাশগুপ্ত। আলোচনায় আরো অংশগ্রহণ করেন ওস্তাদ সুভাষ নাথ, ধ্রুব সাংস্কৃতিক পরিষদের চেয়ারম্যান এড.অরুণ কুমার দত্ত,রঞ্জন দাশগুপ্ত,দীপলাল চক্রবর্তী ও কাবুল দত্ত। বক্তারা তাদের বক্তব্যে বলেন,শুদ্ধ সাংস্কৃতিক বিকাশই আলোকিত মানুষ গড়তে পারে। তাই আলোকিত মানুষ গড়তে শুদ্ধ সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। সংগীত বিষয়ে বিভিন্ন বর্ষের পরীক্ষকের দায়িত্ব পালন করেন সুভাষ নাথ,অরুণ দত্ত,রঞ্জন দাশগুপ্ত,দীপলাল চক্রবর্তী,রাজীব বড়–য়া,মৌপ্রিয়া দত্ত,চিত্তরঞ্জন বর্মণ,ভবানী বসাক,দীপঙ্কর চক্রবর্তী,শ্রীধাম মল্লিক,পিংকি সরকার,সুমন সাহা,মৌমিতা দত্ত,মানজিৎ,মহুয়া ঘোষ,মান্না দাশ,রতœা সিনহা,সমীর শীল। বিভিন্ন বর্ষে তবলা সহযোগী ছিলেন অরুপ নাথ,টিংকু দাশ,দীপ দে,অনুপম দাশ,তারকনাথ বসাক। তবলা’র পরীক্ষক ছিলেন সবুজ দে। নৃত্যে’র পরীক্ষকের দায়িত্ব পালন করেন নৃত্য শিল্পী সুদীপ দত্ত,সুইটি দাশ,চুমকী সরকার। আবৃত্তি পরীক্ষক ছিলেন রঞ্জন দাশগুপ্ত,সুমন সাহা,দেবাশীষ চক্রবর্তী। চট্টগ্রামের সপ্তবর্ণা আর্ট ইনস্টিটিউট, সুরসাধনা, সপ্তস্বর, প্রমাধুরী, মাধুরী, পায়েল নৃত্যাঙ্গন, ফুলবাণী, চিত্তরঞ্জন, দ্বিসপ্তক, সুরাঙ্গন প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমগ্র বাংলাদেশে ১৫মার্চ ২০১৯ এর মধ্যে ক্রিয়াত্বক পরীক্ষা শেষ করে ২০মার্চ পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে।  -রঞ্জন দাশগুপ্ত

অনলাইন আপডেট

আর্কাইভ