বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

প্রতিপক্ষের গুলিতে যুবলীগ নেতা নিহত

জামালপুর সংবাদদাতাঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে  প্রতিপক্ষের গুলিতে আব্দুল খালেক নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪জন। ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঘটনাটি ঘটে। জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদে আ’লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক)  আবুল কালাম আজাদের ভাতিজা চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান  বুধবার রাতে আ’লীগ , যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বেশ কিছু  লোকজন সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা শেষে রাত ১১ টার দিকে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনে বসে নির্বাচনী আলোচনা করে চা পান করছিলেন।  হঠাৎ  ২০-২৫ টি মোটর সাইকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ ভবনের জানালা দিয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।  এতে পরিষদের ভেতরে থাকা দেওয়ানগঞ্জ  এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস যুবলীগ নেতা আব্দুল  খালেক (৪২) এর পেটে গুলিবিদ্ধ হয়ে সে ঘটনাস্থলেই নিহত হন। সে সময় গুরুতর আহত হয়েছেন কম পক্ষে আরো  ৪ জন। আহত হলেন, আ’লীগ নেতা মামুনুর রশিদ (৩৮), মুসলিম উদ্দিন (৩০), আনার আলী (৩৫), ও ছাত্রলীগ নেতা রুবেল (২৫)।  আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়  নিহতের ভাতিজা মুসলিম উদ্দিন বাদী হয়ে ২৮ ফেব্রয়ারি ৩১ জনকে আসামী করে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ