শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সাবেক হকি খেলোয়াড় মহসিনের ইন্তিকাল

 বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ মো: মহসিন গতকাল শনিবার  ভোর ৪.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।মহসিন ১৯৪৮ সালের ১৯  ফেব্রুয়ারি ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে যান। মো. মহসিন ১৯৬৭ ও ৬৮ সালে পূর্ব পাকিস্তান হকি একাদশের হয়ে খেলায় অংশগ্রহণ করেন।  বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতীয় হকি দলের সদস্য হিসেবে তিনি ভারত সফর করেন। তিনি ১৯৭২ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত আবাহনী ক্রীড়া চক্রের হয়ে নিয়মিত হকি ও ফুটবল খেলায় অংশগ্রহণ করেছেন। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০০৯ সলে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন।কৃতি এই হকি তারকা ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদের ইন্তেকালে বাংলাদেশ হকি ফেডারেশন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। বিঞ্জপ্তি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ