বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্জাইজি রোধ করার আবেদন হোল্ডারের

ক্রিকেটাররা জাতীয় দলে না খেলে বাড়তি পারিশ্রমিকের আশায় ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক দলগুলোর সাথে চুক্তি করে। সাথে তারা জাতীয় দল থেকে অবসর নেয়। কোলপাক এবং টি-টোয়েন্টি ফ্র্যাঞ্জাইজি দলে পাড়ি জমানো রোধ করতে ক্রিকেট বিশ্বের দুই বড় সংস্থাকে এগিয়ে আসার জন্য জোর তাগিদ দিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। আন্তর্জাতিক সকল ক্রিকেটারদের জন্য একটি ন্যূনতম বেতনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন্সের (এফআইসিএ) কাছে জোরাল আবেদন করেছেন হোল্ডার। স্বদেশ ছেড়ে দিয়ে কোলপাক এবং বিভিন্ন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্জাইজি দলে যোগ দিচ্ছে বিশ্ব ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটাররা। এতে আন্তর্জাতিক ক্রিকেট অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে কোলপাকে যাওয়া ক্রিকেটারদের। তাই বিশ্ব ক্রিকেটের দুই কর্তা সংস্থাকে ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে একটি বেতন স্কেলের ব্যবস্থা করার উপদেশ দিয়েছেন হোল্ডার। যার ফলে ক্রিকেটারদের জাতীয় দলে ধরে রাখা সম্ভব হবে এবং এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট সমৃদ্ধ হবে বলে তাঁর।

অনলাইন আপডেট

আর্কাইভ