শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

গুরুদাসপুরে ২ হাজার পরিচয়পত্র পেল নতুন ভোটার

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : ‘ভোটার হব-ভোট দেব’ শ্লোগান নিয়ে নাটোরের গুরুদাসপুরে নতুন দুই হাজার ভোটারের মাঝে পরিচয়পত্র বিতরণের মাধ্যমে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
এ উপলক্ষে শুক্রবার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ইউএনও কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ও উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবুল কবির বক্তব্য রাখেন। এসময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সরকার এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাল শেখ, রেজাউল করিম সবুজ ফকির ও রোকসানা আকতার, ওসি (তদন্ত) আনারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও নতুন ভোটারসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ