বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

কুমারখালীতে মাদক ব্যবসায়ী নিহত

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : জেলার কুমারখালীর পল্লীতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে প্রতিপক্ষের গুলীতে একজন নিহত হয়েছে। থানা পুলিশের দাবী, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার চেঁচুয়া বিলের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলী ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত ব্যক্তির নাম ইমদাদ খুনকার (৩৮)। সে কুষ্টিয়ার ইবি থানার রঞ্জিতপুর গ্রামের কটা খুনকার ওরফে রাফি’র ছেলে। পুলিশের ধারনা, মাদক ব্যবসায় জটিলতায় প্রতিপক্ষের সাথে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটতে পারে। তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুর রহমান জানান, ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তাদের কাছে খবর আসে কুমারখালী উপজেলার আদাবাড়িয়া এলাকায় চেঁচুয়া বিলের পাশে দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশেকে লক্ষ্য করে গুলী ছোঁড়ে, জবাবে পুলিশও পাল্টা গুলী চালায়। এক পর্যায়ে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গুলীবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অনলাইন আপডেট

আর্কাইভ