শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

কয়েকটি সংযোগ সড়ক বিপদজ্জনক অবস্থানে থাকায় সড়ক দুর্ঘটনার আশঙ্কা

আব্দুস ছামাদ খান, বেলকুচি (সিরাজগঞ্জ) : ১৪ ফেব্রুয়ারি, বহুপ্রতিক্ষিত সিরাজগঞ্জের সয়দাবাদ- বেলকুচি-এনায়েতপুর ২২ কিলোমিটার আঞ্চলিক সড়কটির সংস্কার বেলকুচি ও এনায়েতপুর বাসীর প্রাণের দাবী। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতিমধ্যে ধিরগতিতে হলেও এই সড়কের সংস্কার কাজ চলছে। এ সড়কটির এমনই অবস্থা যে, সড়কটি সংস্কার ও বর্ধিত হলেও থেমে থাকবেনা সরক দুর্ঘটনার আশঙ্কা। বেলকুচি এনায়েতপুর অঞ্চলিক সড়কটি অতি ব্যস্ততম একটি জনপদ হিসাবে পরিচিত। প্রতিদিন এই সড়কে শত শত বাস, ট্রাক, সিএনজি, অটো ভ্যান, রিক্সাসহ বিভিন্ন প্রকার যানবহন চলাচল করে। সড়কের পাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, হাজার হাজার শিক্ষার্থীর যাতাযাতের একমাত্র রাস্তা এটি।সড়কের সাথে রয়েছে বিপদজনক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংযুক্তি সড়ক। এসব সংযুক্তি সড়ক সমূহের ঢালু যেন একেকটি মরণ ফাঁদ তৈরি করা আছে, মূল সড়ক থেকে অতিরিক্ত ঢালু হওয়ার কারণে দুর্ঘটনার কবলে পরে ইতিপূর্বে প্রাণ গেছে বেশ কয়েক জনের। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে এই অঞ্চলিক সড়কের যাত্রীগণ। সড়কের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, তাদের চলাফেরা করতে হয় অত্যন্ত ঝুঁকি নিয়ে। যে কোন সময় সড়ক দুর্ঘটনার সংশয় নিয়ে চলাফেলা করা এই মানুষগুলে বলেন, সড়ক সংস্কার করায় আমরা অত্যান্ত খুশি। কিন্তু এই সড়কের সাথে সংযুক্তি সড়কগুলো নূন্যতম ৮-১০ ফিট দূরত্বে ঢালু করা হলে দুর্ঘটনা কবল থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারি আমরা।
আমরা চাই সড়কে সংস্কারের সাথে সাথে বিপদজনক ঢালুগুলো সংস্কার করা হোক। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী আশরাফুল ইসলাম তালুকদার বলেন, সড়কটি সংস্কার কাজ চলছে কিন্তু ঝুঁকিপূর্ণ সংযুক্তি সড়কগুলো সম্পর্কে আমাদেরকে কেউ অবহিত করেনি। পরবর্তিতে আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো, আশা করি তারা বিষয়টি সম্পর্কিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বেলকুচি উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন বলেন, সায়দাবাদ থেকে এনায়েতপুর পর্যন্ত সড়কের সংস্কার কাজ চলছে সড়ক ও জনপদ বিভাগের অধীনে। তাদের সংস্কার কাজ শেষ হলে মূল সড়কের সাথে সংযুক্ত সড়কের কাজ করার ব্যবস্থা নেয়া হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ