বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

বসুন্ধরা-বিজেএমসি মুক্তিযোদ্ধা-রহমতগঞ্জ ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে টিম বিজেএমসি। অপর ম্যাচে  মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাথে পয়েন্ট ভাগ করে নিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। গতকাল মঙ্গলবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায়  পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে টিম বিজেএমসি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধে বিজেএমসি গোলরক্ষকের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি বসুন্ধরার ফরোয়ার্ডরা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ডি-বক্সে গিয়ে খেই হারাতে থাকে দলটি। ৫৫ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় লিগের নবাগত দল বসুন্ধরা কিংসের। সতীর্থের বাড়ানো বলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভার হেড ঝাঁপিয়ে পড়ে ফেরান বিজেএমসি গোলরক্ষক। ৭৭ মিনিটে বিজেএমসির স্যামসন ইলিয়াসুকে ফাউল করে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। পরের মিনিটে মতিন মিয়াকে তুলে নিয়ে তৌহিদুল আলম সবুজকে নামান দলটির কোচ। কিন্তু এই ফরোয়ার্ডও বাকিটা সময়ে দলকে এনে দিতে পারেননি কাঙ্খিত গোল। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বসুন্ধরা। সাত ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট বিজেএমসির। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। প্রিমিয়ার লিগে গতকাল মঙ্গলবার দুই দলের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়। প্রথমার্ধে দুই গোল করে মুক্তিযোদ্ধা সংসদ। দ্বিতীয়ার্ধে দুই গোল পায় রহমতগঞ্জ। ম্যাচের ১৪ মিনিটে রাকিব খানের রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতরে ফাঁকায় থাকা বালো ফামুসা ডান পায়ের শটে মুক্তিযোদ্ধা সংসদকে এগিয়ে নেন। ছয় মিনিট পর জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর চিপ থেকে পাওয়া বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন কোত দি ভয়ার ফরোয়ার্ড ফামুসা।২৪ মিনিটে জাপানি মিডফিল্ডার কাতো সরাসরি লালকার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় মুক্তিযোদ্ধা সংসদ। দলটির আক্রমণের ধারও কমে। দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল করে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৫২ মিনিটে ফয়সাল আহমেদের কর্নারে সোহেল রানার সাইড ভলি জালের দিকে ছুটছিল।শেষ দিকে মাথা ছোঁয়ান কঙ্গোর ফরোয়ার্ড সিও জুনাপিও।এরপর সোহেল রানার ডান পায়ের জোরালো শট গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি হেডে স্কোরলাইন ২-২ করেন বদলি ফরোয়ার্ড চৌমরিন রাখাইন।সাত ম্যাচে চার ড্রয়ে রহমতগঞ্জের পয়েন্ট ৪। ছয় ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৭।

অনলাইন আপডেট

আর্কাইভ