বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বেলকুচিতে মোবাইল ফোনে জীবননাশের হুমকি দিয়ে টাকা আদায় করার অভিযোগ

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামের রিপন খন্দকার নামের এক যুবক এলাকার ব্যবসায়ীদের কাছে মোবাইলে জীবন নাশের হুমকী দিয়ে চাঁদা দাবি করে আসছে। সে ঐ গ্রামের মৃত আব্দুল কুদ্দুস খন্দকারের ছেলে। রিপন ০১৭৭৫৫৭৬৪০১ নম্বর মোবাইল থেকে জীবন নাশের হুমকি দিয়ে টাকা আদায় করে থাকে। ইতিপূর্বে রিপন খন্দকারের বড় ভাই আল আমিন বাদী হয়ে বেলকুচি থানায় ১৯/১০/১৫ ইং তারিখে একটি মামলা করে, যার নং ১২/১৬৩। এ মামলায় রিপন উচ্চ আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে আবারও বিভিন্নজনকে মোবাইলে জীবন নাশের হুমকি দিয়ে টাকা আদায় করে আসছে। রিপনের বড় ভাই আল আমিন খন্দকার ও আল মামুন খন্দকার জানান, আমরা ভেবে ছিলাম জেলহাজতে থাকলে হয়তো পরিবর্তন হবে। কিন্ত না জামিনে বের হয়ে এসে এখন আরও বেপরোয়া হয়ে গেছে। সে বিভিন্ন লোকের কাছে মোবাইলে প্রান নাশের হুমকি দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। অনেকেই আমাদের কাছে অভিযোগ করছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল জানান, লোক মুখে শুনেছি রিপন খন্দকার নামের এক যুবক মোবাইলে টাকা চেয়ে হুমকি দিচ্ছে। এর আগে তার ভাই বাদী হয়ে তার নামে থানায় মামলা করেছিল। প্রেক্ষিতে আমরা তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছিলাম। নতুন করে কোন অভিযোগ আসলে আমরা তার ব্যবস্থা নেব।

অনলাইন আপডেট

আর্কাইভ