শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

পেনাল্টি শটে মেসিতেই আস্থা বার্সা কোচের

লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে একটি স্পট কিক থেকে গোল করলেও অন্যটিতে ব্যর্থ হয়েছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। তবে পেনাল্টি শট নেয়ার জন্য দলের সেরা তারকার ওপরই ভরসা রাখছেন কোচ এরনেস্তো ভালভেরদে। কাম্প নউয়ে শনিবার ম্যাচটি ১-০ গোলে জেতে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ৪৩তম মিনিটে স্পট কিকে দলের একমাত্র গোলটি করেন মেসি। ৮৪তম মিনিটে ফিলিপে কৌতিনিয়ো ডি-বক্সে ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু এ যাত্রায় ভাইয়াদলিদ গোলরক্ষক জর্দি মাসিপকে ফাঁকি দিতে পারেননি ৩১ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা ১১ মওসুমে সব প্রতিযোগিতা মিলে কমপক্ষে ৩০টি করে গোল করার কীর্তি গড়া মেসিকে পেনাল্টি শটের জন্য উপযুক্ত বলে মনে করেন ভালভেরদে। “না, না, সব মিলে আমি চিন্তিত নই। আমি নিশ্চিত ছিলাম যে সে দুটোতেই গোল করবে।” “লিও একজন নিরাপদ বাজি (পেনাল্টি শট নেওয়ার ক্ষেত্রে)। পাশাপাশি সে আরও গোল করতে পারত।” লিগে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শনিবার রায়ো ভাইয়েকানোর মাঠে ১-০ গোলে জেতা আতলেতিকো মাদ্রিদ। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ