শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

কক্সবাজার সিটি কলেজ : উচ্চ শিক্ষার আলোকিত পাদপিঠ

শাহনেওয়াজ জিল্লু, কক্সবাজার : ছোট দু’চালা ঘরে গুটি কয়েক শিক্ষার্থী এবং শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা কক্সবাজার সিটি কলেজ আজকে ৫টি বিশাল ভবন ১৩ হাজার ২০৯ জন শিক্ষার্থী, ১৯১ জন শিক্ষক, নিয়মিত উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম বাদে ১৫টি বিষয়ে অনার্স, ৬ বিষয়ে মাস্টার্স নিয়ে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। পর্যটন নগরী হলেও শিক্ষায় পিছিয়ে থাকা কক্সবাজার জেলাকে প্রতিদিন প্রতিনিয়ত উচ্চ শিক্ষায় এগিয়ে নিচ্ছে জেলার এই্ আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান। কক্সবাজার শহরের পৌরসভার ৬নং ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকায় অবস্থিত কক্সবাজার সিটি কলেজের ভেতরে গেলেই মনে হবে যেন কোন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসেছে। ৫ একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজ ক্যাম্পাসের বিস্তৃতির পরতে পরতে রয়েছে নিখুত সুন্দরের হাতছানি। আর এই সফলতা এবং পূর্ণতার বেশির ভাগই হয়েছে কলেজটির বর্তমান অধ্যক্ষ ক্য থিং অংসহ অপরাপর অন্যান্য শিক্ষাবিদদের হাত ধরে। একারণে জেলার সচেতন মহল বর্তমান অধ্যক্ষ এবং কলেজ সভাপতির যোগ্য নেতৃত্ব এবং আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেছেন। কক্সবাজারের আলোকিত এই শিক্ষা প্রতিষ্ঠানকে আরো সামনে এগিয়ে নিয়ে কক্সবাজারকে উচ্চ শিক্ষার পাদপিঠ করার প্রত্যয় ব্যক্ত করে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং জানান, ১৯৯৩ সালে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল এবং ওই বছরের ২৯ জুলাই প্রথম ক্লাস শুরু হয়েছিল। তখনকার সময় কক্সবাজারের বেশ কয়েকজন শিক্ষানুরাগী মানুষজনের আন্তরিক প্রচেষ্টায় এই কলেজের যাত্রা শুরু। আমি উনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের সিটি কলেজ দক্ষিণ চট্টগ্রামের একটি অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রির নিয়মিত বিষয় ছাড়াও ১৫ টি বিষয়ে অনার্স আছে সেগুলো হচ্ছে বি.এ (অনার্স) বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাসও সংস্কৃতি এবং দর্শন। বি.এস.এস (অনার্স) অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান,ও সমাজ বিজ্ঞান। বি.বি.এ (অর্নাস) হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং মার্কেটিং। বি.এস.সি (অর্নাস) পদার্থ বিজ্ঞান, ও বায়োকেমিস্ট্রি এন্ড মলিফিউলার এবং বায়োলজি। প্রফেসনাল কোর্সে অনার্স আছে বি.বি.এ ইন ট্যূরিজম এন্ড হসপিটালিটি এন্ড ম্যানেজমেন্ট বি.এস.সি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এছাড়া থিয়েটার স্টাডিজ এবং লাইব্রেরী সাইন্স বিষয়ে শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়েছে। এছাড়া মাস্টার্স (প্রিলিমিনারী) বিষয় হিসাবে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্র বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও অর্থনীতি। একই সাথে এই ৬ টি বিষয়ে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার ব্যবস্থা আছে। অন্যদিকে ¯œাতক (পাস) বি.এ, বি.এস.এস এবং বি.বিএ বিষয়ে শিক্ষা কার্যক্রম চালু আছে। আর নিয়মিতভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভূক্ত ব্যবসায় ব্যবস্থাপনা কোর্সে হিসাব রক্ষণ, ব্যাংকিং, উদ্যোক্তা উন্নয়ন, সেক্রেটারিয়েল সায়েন্স এবং কম্পিউটার অপারেশন এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি (পাস) বিষয়ে লেখাপড়া চলছে। কলেজ অধ্যক্ষ ক্য থিং অং বলেন, মূলত আওয়ামীলীগ সরকারের আমলে কলেজের সফলতা এবং উন্নয়ন এসেছে। সে জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকার এবং শিক্ষা প্রশাসনকে ধন্যবাদ। একই সাথে সিটি কলেজ এই এলাকায় হাজারো উচ্চ শিক্ষিত মানুষ তৈরি করতে পারছে এটাই বড় পাওয়া। আমি বা আমরা চিরদিন থাকবো না। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়িয়ে থাকবে এটা আমার চাওয়া। এবং এই কলেজকে আরো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার চেষ্টা আছে আমার।

অনলাইন আপডেট

আর্কাইভ