শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দেশের জন্য ঘুম হারাম করে আমাদেরও জেগে উঠতে হবে -বাণিজ্যমন্ত্রী

রংপুর অফিস : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দেশের জন্য ঘুমকে হারাম করে আমাদেরও জেগে উঠতে হবে। স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে সবাইকে জেগে উঠে কাজ করার আহ্বান জানান তিনি।
গতকাল রোববার দুপুরে রংপুরের আরডিআরএস মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (ডিআইইউ) এর সহায়তায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে সরকারের পরিকল্পনা উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন জংশন কেমন হবে, সেই লক্ষ্য অর্জনে এ কর্মশালা। বিশ্বের ১৬৯টি দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। এসডিজি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।’
কর্মশালায় রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মূখ্য সমন্বয়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের (সাধারণ অর্থনীতি বিভাগ) সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রাণালয়ের সচিব মোহাম্মদ রইছউল আলম ম-ল।
স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল।
রংপুর বিভাগের আট জেলা থেকে ১১০ জন কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। পরে বিকেলে পর্যটন মোটেলে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ( বিডা)’র সেমিনারে প্রধান অতিথি হিসাবে যোগ দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ