বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

শতবর্ষী বটবৃক্ষ

শ্রীনগরে শতবর্ষী বটবৃক্ষ শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর বর্ডার হাটে। এই হাটটি শতবছর পার করে এখনো টিকে আছে। সপ্তাহে শনিবার এখানে হাট বসে, শ্রীনগর-সিরাজদিখান ও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মানুষ এই হাটে আসে বাজার করার জন্য। পূরহাট জোরে বটবৃক্ষ ছাঁয়া দেয়। মানুষে চলা-চলের জন্য অনেক যায়গা রয়েছে। এই হাটে সকল দৈনন্দিন প্রয়োজনীয় মজাদার খাবার থেকে রসালো খাবার, কৃষি যন্ত্রপাতি, ইত্যাদি সব কিছু পাওয়া যায়। বৃক্ষ আমাদের প্রায় সব কাজেই প্রয়োজন। যেমন লাকড়ি কাজে, ছাঁয়া দেয়ার কাজে, বিপদে সহযোগিতা, আরো অনেক কাজে ব্যবহার করা হয়। এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রয়োজন ছাড়া বৃক্ষ না কাটা।

অনলাইন আপডেট

আর্কাইভ