শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

১৪ ফেব্রুয়ারি শুরু বিজিএমইএ কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার: বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসর শুাং ১৪ ফেব্রুয়ারি থেকে। ১৫টি দলের অংশগ্রহণে খেলা হবে উত্তরার ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের অ্যাস্ট্রো টার্ফে।

ফাইনাল খেলা হবে ১ মার্চ, ভেন্যু বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে গতকাল শনিবার দুপুরে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলন করেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান।

বিজিএমএই কাপের এই তিন গ্রুপে ৫টি করে দল অংশ নিবে। দলগুলো হলো কমফিট কম্পোসিট নিট, বান্ডো ডিজাইন, সেলফ ইনোভেটিভ ফ্যাশন্স, ফরটিস গ্রুপ, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, মাস্ক গ্রুপ, ভার্সেটাইল অ্যাপারেল, ভার্সেটাইল ফ্যাশন্স, অ্যাস্পায়ার গার্মেন্টস, লায়লা স্টাইলস, স্টার্লিং গ্রুপ, আলি গার্মেন্টস, এপিলিয়ন, তুসুকা গ্রুপ ও টর্ক ফ্যাশন।

এবারের টুর্নামেন্টের স্পন্সর বিউএফটি, লায়লা গ্রুপ, সেইলর বাই এপিলিয়ন, শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক ও ইসলামী ব্যাংক।বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ছাড়াও সংবাদ সম্মেলনে ছিলেনি এর সহসভাপতি (ফিন্যান্স) মোঃ নাসির, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান এবং বিইউএফটি’র চেয়ারম্যান মোজাফফার সিদ্দিক।

 

অনলাইন আপডেট

আর্কাইভ