শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ওমানে ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হামিরিয়া একাদশ

স্পোর্টস ডেস্ক : ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজিত গালফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে হামিরিয়া ফুটবল একাদশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানী মাস্কাটের ওয়াদি কবির এলাকায় মাস্কাট ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে কুরুম রয়েল আয়ান্সকে পরাজিত করে চ্যম্পিয়ন হয় হামিরিয়া একাদশ। প্রতিদ্বন্দ্বিতার্পূণ ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা টাই-ব্রেকারে গড়ায়। টাই-ব্রেকারে গোলরক্ষক শিমুল দে মানিকের নৈপণ্যে শিরোপা ঘরে তোলে হামিরিয়া একাদশ। বিপুল সংখ্যাক প্রবাসী বাংলাদেশি শুক্রবারের ফাইনাল খেলা মাঠে বসে উপভোগ করেন। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রানার আপ কুরুম রয়েল বেঙ্গল আর্নাসের অধিনায়ক মোহাম্মদ কাইয়ুম। এ ছাড়া চ্যাম্পিয়ন হামিরিয়া একাদশের নুর উদ্দিন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং অধিনায়ক শিমুল দে মানিক সেরা গোলরক্ষক এবং রানার আপ কুরুম রয়েল বেঙ্গল আর্নাসের স্ট্রাইকার জাবেদ সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন। গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে ৬০০ ওমানি রিয়াল প্রাইজমাানি এবং রানার আপ দলকে ৪০০ ওমানি রিয়াল প্রাইজমাানি দেয়া হয়। ন্যু ক্যাম্পে অন্যরকম প্রতিবাদ জানাবে কাতালানরা

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে বার্সালোনা। বৃহস্পতিবার এই ম্যাচে গ্যালারিতে অন্যরকম এক প্রতিবাদ জানাবে কাতালানরা। ২০১৭ সালের অক্টোবরে সরকারি অনুমতি ছাড়া স্বাধীনতার পক্ষে গণভোট নেওয়ায় কাতালান রাজনীতিবিদরা গ্রেফতার হন। এরপর গত বছরের এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচে হলুদ বেলুন উড়িয়ে জেলে থাকা কাতালান নেতাদের মুক্তির দাবি জানিয়েছিল বার্সেলোনা সমর্থকরা। তবে এরপর মাঠে কোনো ধরনের রাজনৈতিক বার্তা বহন করার ব্যাপারেও সতর্ক হওয়ার কথা জানিয়েছিল ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এবার ন্যু ক্যাম্পে আবারো প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কাতালুনিয়ার আধিবাসীরা। ইন্টারনেট।

অনলাইন আপডেট

আর্কাইভ