বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

আরামবাগের টানা তিন জয়লাভ

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আরামবাগ ক্রীড়া সংঘ। গতকাল রোববার নিজেদের চতুর্থ ম্যাচে তারা ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। বিজয়ী দলের আক্রমণভাগের নাইজেরিয়ান ফুটবলার আরিফুর রহমান ও ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম যেন আরামবাগ ক্রীড়া সংঘের জন্য লাকি ভেন্যু হয়ে উঠেছে। নতুন এ বিভাগীয় শহরের স্টেডিয়ামকে হোম ভেন্যু বানিয়ে মারফুল হকের দল তো উড়ছেই উড়ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হারার পর এ ভেন্যুতে আরো তিন ম্যাচ খেললো আরামবাগ। তিনটিতেই জয়। টানা তিন জয়ে আরামবাগ ক্রীড়া সংঘ পয়েন্ট টেবিলে শীর্ষে যৌথভাবে বসুন্ধরা কিংস, সাইফ স্পোর্টিং ক্লাব ও আবাহনীর সঙ্গে।

আরামবাগ প্রথম চার ম্যাচই খেললো ঘরের মাঠে। শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে ১-০ গোলে হারের পর মোহামেডানের জালে ৪ গোল দিয়ে জয় শুরু তাদের। তারপর সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় এবং রোববার চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে করলো জয়ের হ্যাটট্রিক। প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে মারুফুল হকের শিষ্যরা টিকে আছে শক্তভাবেই।সাইফকে হারানো ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথু চিনেদু। গতকাল চট্টগ্রাম আবাহনীকে হারানো ২ গোলেরই উৎস এই নাইজেরিয়ানের। দলের টানা তিন জয়ের দুই ম্যাচেই গোল করেছেন এ আফ্রিকান। মারুফুল হক বেশ ধারালো অস্ত্রই পেয়ে গেছেন আক্রমণভাগে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৬১ মিনিটে প্রথম গোল আরামবাগের। ম্যাথুর কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন আরিফুর রহমান। ৭৪ মিনিটে ম্যাথুর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিল।চার ম্যাচে আরামবাগের ৯ পয়েন্ট। আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের তাই। বসুন্ধরা এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে শাসন করছে লিগ টেবিল।জয় দিয়ে লিগ শুরু করা চট্টগ্রাম আবাহনী আগের দুই ম্যাচ ড্র করে পয়েন্ট হারিয়েছে। আরামবাগের কাছে হার তাদের ঠেলে দিয়েছে পয়েন্ট টেবিলের আরো পেছনে। ৪ ম্যাচ তারা ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে।

অনলাইন আপডেট

আর্কাইভ