শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

জয়পুরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত

মাশরেকুল আলম, জয়পুরহাট : জয়পুরহাটে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ উৎসব পালিত হয়েছে।

মঙ্গল বেলা ১১ টায় জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। 

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল কবীর, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম সোলায়মান আলী, উপস্থিত ছিলেন। 

জয়পুরহাট জেলায় এবার প্রাথমিক পর্যায়ে ৭শ’ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯১ হাজার ৮শ’ ৫৭জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৩৪ হাজার ৪শ ৩১টি বই এবং মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনাল, ইবতেদায়ী পর্যায়ে ৩শ’ ৪৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১লাখ ১১হাজার ৩শ’ ৩৫জন শিক্ষার্থীর মাঝে ১৪ লাখ ২০ হাজার ৯শ’ ৯টি পাঠ্য বই বিতরণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ