শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মেলার বই

বাংলা একাডেমি আয়োজিত একুশে গ্রন্থমেলা শুরু আজ থেকেই। উদ্বোধনের পর পরই লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হবে বাংলা একাডেমির সবুজ চত্ত্বর, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সহ চারপাশ। এরইমধ্যে বর্ণিল সাজে সেজেছে সবকিছু। স্টলে স্টলে ভরে গেছে নতুন বই। নতুন উৎসব। মেলায় এবার বাংলা একাডেমি অংশে দুটি প্রবেশপথ থাকবে। বের হওয়ার জন্য থাকবে একটি পথ। আর সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে তিনটি প্রবেশ পথ ও বাহির হওয়ার পথ। মেলা যাতে নির্বিঘেœ সম্পন্ন হয় সে জন্য পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই থাকছে আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নজরদারি। লেখক-প্রকাশক ও শুভানুদ্যায়ীদের কাছ থেকে এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু নতুন বইয়ে মোড়ক। পাঠকদের জন্য তা পেশ করা হলো। -সাইফ মুহাম্মদ

 

বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি (কলাম)

লেখক : এবনে গোলাম সামাদ

প্রকাশক : পরিলেখ প্রকাশনী

মূল্য : ২৫০ টাকা।

 

# স্মৃতিকহন (আতœজীবনী)

লেখক: হাসান আজিজুল হক

প্রচ্ছদ : সমর মজুমদার

প্রকাশনায়: ইত্যাদি গ্রন্থ প্রকাশ 

মূল্য : ৮০০ টাকা।

# ফিকহুস সিরাত

মুহাম্মদ আল গাজালী আল মিশরী

অনুবাদ:মুহাম্মদ জালাল উদ্দীন বিশ্বাস

প্রকাশনায়: ঐতিহ্য

মূল্য: ৬০০ টাকা।

 

# একটি চেয়ারের গল্প (কবিতা) 

লেখক: হাসান আলীম

প্রচ্ছদ: সাইফ আলি 

প্রকাশনায়: ইনভেলাপ পাবলিকেশন্স 

মূল্য : ১২০ টাকা ।

 

# বিজ্ঞানরাজ্যে দু:সাহসী নারীরা (বিজ্ঞান)

লেখক : কল্পনা ভৌমিক

প্রচ্ছদ : ধ্রুব এষ

মূল্য : ১৮০ টাকা 

প্রকাশনায়: ইত্যাদি গ্রন্থ প্রকাশ

 

# আধুনিক বাংলা কবিতা

সায়ীদ আবুবকর সম্পাদিত

প্রচ্ছদ : দেওয়ান আতিকুর রহমান

প্রকাশনায়: ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

মূল্য : ৫০০ টাকা।

 

# নাতিদীর্ঘ দুপুরের ধ্বনি (কবিতা) 

লেখক : নয়ন আহমেদ 

প্রচ্ছদ সাইফ আলি 

প্রকাশনায়: ইনভেলাপ পাবলিকেশন্স 

মূল্য : ১২০ টাকা 

# সক্রেটিসের সাথে একদিন (কবিতা)

লেখক : খুরশীদ আলম বাবু

প্রকাশনায় : পরিলেখ প্রকাশনী

মূল্য : ১৮০ টাকা।

 

# পাবনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস

সম্পাদক : ড. আশরাফ পিন্টু

প্রকাশনায়: গতিধারা।

মূল্য : ৭৫০ টাকা। 

# জ্বীনের বাড়ি ভূতের হাঁড়ি ( শিশুতোষ গল্প)

লেখক : মাহফুজুর রহমান আখন্দ

প্রকাশনায় : পরিলেখ প্রকাশনী।

মূল্য : ১৫০ টাকা। 

 

# রহস্য ছড়া

লেখক: আলম সিদ্দিকী 

প্রকাশনায় : অনন্যা

 

# একমুঠো ক্ষোভ (কবিতা)

 লেখক: জাফর পাঠান

প্রচ্ছদ: আলী মেসবাহ

প্রকাশনায় : সাহিত্যদেশ।

# ফুলপাখিদের কলরব (গল্পগ্রন্থ)

 লেখক: শেখ বিপ্লব হোসেন

প্রচ্ছদ: মদন কুমার 

 প্রকাশন: পা-ুলিপি প্রকাশন

  মূল্য: ১৩০ টাকা।

 

# যুবরাজের ছড়া

লেখক: শামীম খান যুবরাজ

প্রচ্ছদ: উত্তম সেন

প্রকাশনায়: শব্দশিল্প

মূল্য: ১৫০টাকা।

 

অনলাইন আপডেট

আর্কাইভ