শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হরিণাকুণ্ডুর হরিশপুরে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় লালন শাহ’র পূণ্য ভূমি হরিশপুরে তিন দিনব্যাপী লালন স্মরণ উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্মরণ উৎসবের উদ্বোধন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিণাকু-ুর ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাফর সাদিক ও হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান। 

এছাড়া হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, লালন গবেষক অ্যাডভোকেট নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, গোলাম মোস্তফা, নাজমুল হুদা পলাশ, মোহাম্মদ আলী, পৌরসভার প্যানেল মেয়র খাইরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন ও শুভঙ্কর বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ