শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শেষ বিকেলে অ্যান্ডারসনের দাপটে চাপে ও:ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : ব্রিজটাউনে প্রথম টেস্টে ইংল্যান্ডকে চাপে রাখার আভাস দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রথম দিনের শেষ বিকেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেমস অ্যান্ডারসন। ৮ উইকেটে ২৬৪ রানে বুধবারের খেলা শেষ করেছে স্বাগতিকরা। চা বিরতির পর ঘণ্টাখানেক পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ক্যারিবিয়ানদের হাতে। তবে ইংলিশ ফাস্ট বোলারদের অসহায়ত্ব কেটে যায় ৮০ ওভার শেষে দ্বিতীয় নতুন বল পাওয়ার পর। স্কোরবোর্ডে ৪ উইকেটে ২৪০ রান ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ৮১তম ওভারে নতুন বল হাতে নেওয়ার পর বদলে যায় ম্যাচের অবস্থা। ২৪ রানের ব্যবধানে উইন্ডিজের ৪ উইকেট তুলে নেয় ইংল্যান্ড, যার নেতৃত্ব দেন অ্যান্ডারসন তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে। ক্যারিবিয়ানরা শেষ সেশনের খেলা শুরু করে ৩ উইকেটে ১৩২ রানে। এই সেশনে অ্যান্ডারসন পান তার প্রথম উইকেট। নিজের ১৭তম ওভারে শাই হোপকে ৫৭ রানে বেন ফোকসের ক্যাচ বানান ইংল্যান্ডের শীর্ষ বোলার। ভাঙে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। এরপর শিমরন হেটমায়ার ও রোস্টন চেজ প্রতিরোধ গড়েন। ৫৪ রানে চেজকে ফিরিয়ে ৭৬ রানের জুটিও ভাঙেন অ্যান্ডারসন। তারপর নিজের টানা দুই ওভারে শেন ডউরিচ (০) ও অধিনায়ক জেসন হোল্ডারকে (৫) মাঠছাড়া করেন এই ডানহাতি পেসার। শেষ বিকেলের স্বস্তির মাঝে ইংল্যান্ডের সামনে বড় বাধা হয়ে আছেন হেটমায়ার। নিজের প্রথম উইকেট পাওয়ার পরের ওভারেই তাকে ফেরাতে পারতেন অ্যান্ডারসন। জস বাটলারের হাতে জীবন পাওয়া হেটমায়ার অপরাজিত আছেন ৫৬ রানে, খেলেছেন ৬০ বল।তার আগে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট (৪০) ও অভিষিক্ত জন ক্যাম্পবেলের (৪৪) ইনিংস ভালো শুরুর ভিত গড়ে দেয় উইন্ডিজকে। অ্যান্ডারসন ২৪ ওভারে ১২ মেডেনসহ ৩৩ রান দিয়ে ৪ উইকেটে দিন শেষ করেছেন। স্টোকস পান ৩ উইকেট।

অনলাইন আপডেট

আর্কাইভ