বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

জয়পুরহাটে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপনী পুরস্কার বিতরণী

জয়পুরহাট সংবাদদাতা, ১৯ জানুয়ারি: জয়পুরহাটের খঞ্জনপুরে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী শনিবার আইএমএমএম চত্বরে অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে বিসিএসআইআর এর ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন জয়পুরহাট আইএমএমএম এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মধুসূদন সাহা, জয়পুরহাট আইএমএমএম এর সিনিয়র সাইন্টিফিক অফিসার প্রদীপ কুমার বিশ্বাস, আইএমএমএম এর ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম প্রমুখ। মেলায় তিনটি গ্রুপে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী সেরা প্রকল্প প্রদর্শনকারী ৯ জন কে যথাক্রমে ১০, ৬ ও ৪ হাজার প্রাইজ মানি, সম্মাননা ক্রেস্ট এছাড়া ও বিশেষ এবং অংশগ্রহণকারী সকল স্টলকে  সনদ পত্র প্রদান করা হয়। ক্ষুদে বিজ্ঞানী অনুসন্ধান ও  শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে এ মেলার আয়োজন করা হয়। উত্তরবঙ্গের জয়পুরহাট ও বগুড়া জেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ’ ১৭ জন শিক্ষার্থীর অংশ গ্রহনে  ১শ’ ৬০ টি গবেষণা প্রকল্প নিয়ে স্টল প্রদর্শন করে।

অনলাইন আপডেট

আর্কাইভ