বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

ধোনিকে দেখে শিক্ষা নেওয়া উচিত: ল্যাঙ্গার

মহেন্দ্র সিংহ ধোনির ইনিংস একটি বড় শিক্ষা দিয়ে গেল তাঁর দলের ক্রিকেটারদের। ভারতের বিরুদ্ধে সিরিজ হারের পরে স্বীকার করে নিলেন অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার। রান তাড়া করার সময় যেভাবে ইনিংস সাজিয়েছেন ধোনি তা চোখ খুলে দিয়েছে তাঁর দলের ব্যাটসম্যানদের। শুধু ব্যাটিংই নয়, ধোনির ফিটনেস ও ধৈর্য দেখেও মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলীয় ওপেনার। শুক্রবার ম্যাচের পরে সাংবাদিকদের ল্যাঙ্গার বলেছেন, ধোনির বয়স ৩৭ বছর। কিন্তু ওর রান নেওয়ার ধরনে তা একেবারেই বোঝা যায় না। ফিটনেসের দিক দিয়ে সেরা জায়গায় রয়েছে ও। এ ধরনের ইনিংস শিক্ষা দিয়ে গেল আমাদের ব্যাটসম্যানদের। ধোনি প্রমাণ করে দিল, ‘সুপারস্টার’-এর চেয়েও কম কিছু নয়। আর সেটাই প্রত্যেক অস্ট্রেলীয় ক্রিকেটারের লক্ষ্য হওয়া উচিত। ওর রেকর্ড কথা বলে। অধিনায়ক, ব্যাটসম্যান, উইকেটকিপিং কোনও জায়গায় খুঁত রাখেনি। ল্যাঙ্গার আরও বললেন, ও প্রমাণ করে দিয়েছে কেন সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে ওকে রাখা হয়। ধোনির পাশাপাশি গোটা ভারতীয় দলের প্রশংসা করে ল্যাঙ্গার বলেন, ধোনির মতোই বিরাট ও পূজারাও (টেস্টে) আমাদের রোলমডেল হয়ে উঠেছে। ওদের বিরুদ্ধে খেলা একটা বড় সম্মান। ইন্টারনেট।

 

অনলাইন আপডেট

আর্কাইভ