শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রাইডুর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

 ভারতীয় বোলারদের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সচরাচর প্রশ্ন উঠে না তেমনটা। আম্বাতি রাইডুর কল্যাণে সম্প্রতি দেখা মিললো তেমনই এক কাণ্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র দুই ওভার বল করেছিলেন খণ্ডকালীন এই অফস্পিনার। সেই ম্যাচে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের কাছে। আইসিসির নিয়ম অনুযায়ী বোলিংয়ের সময় কনুইয়ের বক্রতা থাকতে হয় ১৫ ডিগ্রির মাঝে। আম্বাতির বেলায় আইন লঙ্ঘন হয়েছে এমন সন্দেহের ফলে ১৪ দিনের মাঝে বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে হবে ল্যাবে। এর ফল হওয়ার আগে বল করতে বাধা নেই তার। অ্যাকশন অবৈধ হলে নিষিদ্ধ থাকবেন বোলিংয়ে। অবশ্য তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে মাথা ঘামানোর কথা নয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ভারতীয় দলে প্রাথমিকভাবে ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত তিনি। ৪৬ ইনিংস খেলা রাইডু বোলিংয়ের সুযোগ পেয়েছেন মাত্র ৯ ইনিংসে। আরেক খ-কালীন বোলার কেদার যাদব না থাকায় তার ওপর ভরসা করেছিলেন কোহলি।

অনলাইন আপডেট

আর্কাইভ