শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

উথলীর আধ্যাত্মিক সাধক দরবেশ খাকী দেওয়ান ও চিকনাই দেওয়ান

কুষ্টিয়া সংবাদদাতা : আধ্যাত্মিক সাধক দরবেশ খাকী দেওয়ান ও চিকনাই দেওয়ান। কুষ্টিয়া খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের উথলী গ্রামে অবস্থিত। খোকসা ষ্টেশন থেকে ৫ মাইল উত্তরে উথলী গ্রামের নিরিবিলি এলাকায় দরবেশ খাকী দেওয়ান ও চিকনাই দেওয়ান এর মাজার রয়েছে। এই দুই দরবেশ ইসলাম ও আধ্যাত্মিকতা প্রচারের জন্য এ অঞ্চলে আসেন। এ দুই দরবেশ ছিলেন পরস্পর দুই ভাই। তারা মোঘল সম্রাট শাহজাহানের আমলে এখানে এসে অনেক অলৌকিকতার মাধ্যমে মানুষকে হেদায়াত দান করেন। দরবেশ খাকি দেওয়ানের অলৌকিকতা সম্বন্ধে লোক মুখে বহু কাহিনী শোনা যায়। অনেকেই বলেন তার হাতের লাঠি ফেলে দিলে বাঘ হয়ে যেত। তিনি সেই বাঘের পিঠে চড়ে দেশ-বিদেশ ভ্রমন করতেন। এলাকাবাসী জানান, এখানে বহু আগে সৈয়দি আরব থেকে ইসলাম প্রচার করার জন্য কয়েক জন লোক আসে ইসলাম প্রাচারকালে এখানে দু’জন লোক  মারা যায়। এরা হলে একজন হলেন খাকি দেওয়ান ও অন্যজন হলো চেকনাইদেওয়ান। এদের নাম অনুসারে এখানে মাজার শরিফ স্থাপিত হয়। প্রতিবছর ভারতেরফুরফুরা শরীফ থেকে হুজুর এসে ইসলামী জলসা করেন। এবং এখানকার বিশেষ অবদান ছিল এখানে বড় ধরনের একটি পুকুর রয়েছে আর পুকুর থেকে অনেক কিছু সংগ্রহ করা যেত যেমন কোন অনুষ্ঠানের জন্য কিছু প্রয়োজন হলে তা সেখান থেকে পাওয়া যেত।
এখানে প্রতি বছর ইসালে ছাওয়াব নামে সভা মিলাদ মাহফিল হয়। এছাড়াও  এখানে রয়েছে মোজাদ্দেদে জামান মিশন শরীফ। এখানে প্রতি বছর ভারতের ফুরফুরা শরীফের লোক আসে এবং তারা ওয়াজ মাহফিল করে।

অনলাইন আপডেট

আর্কাইভ