শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

জয়পুরহাট সংবাদদাতা, ৯ জানুয়ারী : জয়পুরহাট সদর উপজেলার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে ৪৮-তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি  আয়োজিত সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিবুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকসহ ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে ক্রিকেট, ভলিবল, হকি, ব্যাড ম্যান্টনসহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে ৪৮ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা  চেয়ারম্যান মঈন উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন। উপজেলা বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদরাসার শিক্ষার্থীদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিসসহ বিভিন্ন শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে ক্রিকেট ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সফিয়া পাইলচ উচ্চ বিদ্যালয়, ভলিবল প্রতিযোগিতায় শংকরপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিন হয়। বিজয়ীদের মাচে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ইউএনও গণপতি রায়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল ই রব্বানী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল  হোসেন, প্রধানশিক্ষক আব্দুর রহমান সাবু, অমলচন্দ্র ঘোষ, ধামইরহাট উপজেলা  প্রেসক্লাবের আহবায়ক আবু মুছা স্বপন, সাংবাদিক অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলমসহ বিভিন্ন স্কুল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ  উপস্থিত ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ