মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

হার্দিক-রাহুলের বদলে ভারতের ওডিআই দলে গিল-শঙ্কর

নারীদের নিয়ে অশালীন ও আপত্তিকর কথা বলায় অস্ট্রেলিয়া থেকে নিজ দেশ ভারতে ফিরে যেতে হচ্ছে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে। তাদের পরিবর্তে অজিদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ ও নিউজিল্যান্ডে সীমিত ওভারের সিরিজে নেওয়া হয়েছে শুবমান গিল ও বিজয় শঙ্করকে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট না খেলা গিল অবশ্য নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টর জন্য দলে থাকবেন। তবে বিজয় চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই দলে যোগ দেবেন। নারী নিয়ে অশালীন মন্তব্যের জেরে হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ভারতীয় বোর্ড। শুধু তা-ই নয়, ভারত জুড়ে উঠে পডা প্রবল বিতর্কের ঝড়ের মধ্যে দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়া থেকে দেশেও ফিরিয়ে আনা হচ্ছে এমনটি জানা যায়। এর আগে করন জোহরের ‘কফি উইথ করন’ নামে ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তোপের মুখে পড়েন এ দুই ক্রিকেটার। অশালীন মন্তব্যের কারণে বিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। ইন্টারনেট ।

অনলাইন আপডেট

আর্কাইভ