শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় অস্ত্র-গুলী ও জাল টাকাসহ মাদক ব্যবসায়ী সাজু গ্রেফতার

খুলনা অফিস : খুলনা জেলার ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলী ও ৩৪টি ১০০০/-(একহাজার) টাকা মূল্য মানের  জাল টাকাসহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান সাজুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাজু যশোর জেলার অভয়নগর থানার বুইকাড়া বৌবাজার এলাকার মো.মহসিন মোল্যার ছেলে। 
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন যুগ্নিপাশা সাকিনের যুগ্নিপাশা-ধোপাখোল সড়কে পাকা রাস্তার উপর থেকে চেক পোস্ট ডিউটি করাকালে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মাদক ব্যবসায়ী মেহেদী হাসান সাজু  (২৩) কে গ্রেফতার করা হয়।  এ সময় তার কাছ থেকে এক রাউন্ড গুলী লোড অবস্থায় একটি পি-শাটারগান এবং ৩৪টি ১০০০/-(একহাজার) টাকা মূল্য মানের বাংলাদেশী জাল নোট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে অভয়নগর এলাকার আরও এক মাদক ব্যবসায়ী মোটর সাইকেলসহ পালিয়ে যায়। এ ঘটনায় গোয়েন্দা শাখার এসআই (নি.) মুক্ত রায় চৌধুরী পিপিএম বাদি হয়ে ফুলতলা থানায় একটি অস্ত্র আইন ও একটি বিশেষ ক্ষমতা আইনের দু’টি পৃথক মামলা দায়ের করেন। গ্রেফতারৃকত আসামি মেহেদী হাসান সাজুর বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানার আরও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে মোটর সাইকের সহ পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ