শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফতুল্লায় ককটেল বিস্ফোরণে ৩ শিশু আহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা: ফতুলার কুতুবপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন শিশু আহত হয়েছে। বুধবার সকালে কুতুবপুরইউনিয়নের পশ্চিম রসূলপুর এলাকায় আবদুল মান্নানের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুরা হল, ওই বাড়ির ভাড়াটিয়া দিনমজুর টিটু মিয়ার দুই ছেলেআসিফ (৫) ও আরিফ (৩) এবং একই বাড়ির ভাড়াটিয়া রোলিং মিলের সিকিউরিটি গার্ড আবুল হোসেনের মেয়ে আঁখি (১২)। বাড়িওয়ালা আবদুল মান্নান জানান, বাড়ির পাশে একটি ময়লার স্তূপ থেকে ক্রিকেট খেলার বলের মতো দেখতে চারটি বল কুড়িয়ে নিয়ে আসে তিন শিশু। এরপর ঘরের ভেতরেই খেলার সময় একটি বিস্ফোরণ ঘটে বিকট শব্দ হয়। এতে আঁখির মুখ এবং অপর দুই শিশুর শরীর ও হাত পা পুড়ে যায়। তাদের পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে আঁখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
ফতুলা থানা পুলিশ জানায়, ময়লার ভাগাড় থেকে বল মনে করে আহত তিন শিশু চারটি ককটেল বাসায় নিয়ে গিয়ে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিন শিশুই আহত হয়। ঘটনা নিশ্চিত করে ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. মঞ্জুর কাদের বলেন, ঘটনাস্থল হতে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আহতের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ