মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

মিরপুরের ম্যাচই মানসিকতা বদলে দিয়েছে -------- যোশি

স্পোর্টস রিপোর্টার : দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান এসে বলেছিলেন, মিরপুরে খেলাটা বাংলাদেশকে বাড়তি সুবিধা দেয়। সিরিজের শেষ ম্যাচের আগের দিন গতকাল শুক্রবার  বাংলাদেশের বোলিং কোচ সুনীল যোশিও বললেন, মিরপুর বাংলাদেশে পয়া ভেন্যু। শেষ ম্যাচে এটা বাড়তি সুবিধা দেবে বাংলাদেশকে।

সফরকারীদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর শেষ ম্যাচটা হয়ে গেছে সিরিজ নির্ধারণী। বাংলাদেশের সামনে জয় দিয়ে এই বছর শেষ করার হাতছানি, ওয়েস্ট ইন্ডিজের সামনে হাতছানি অন্তত একটা সিরিজ জিতে বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার।গতকাল শুক্রবার অবশ্য অনুশীলন করেনি বাংলাদেশ দল, হোটেলেই ছিলেন খেলোয়াড়েরা। সিনিয়রদের মধ্যে অনেকে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন বাসায়। হোটেলে দলের প্রতিনিধি হয়ে কথা বললেন যোশিই।

টাইগারদের বোলিং কোচ সুনিল যোশি বলেন, বাংলাদেশের টি-টোয়েন্টি মানসিকতায় বদল এসেছে, ‘আমার মনে হয় আমরা মিরপুরে খুব ভালো খেলেছি। আমাদের মানসিকতাটা ছিল অন্যরকম। সিলেটে আমরা যেভাবে খেলেছি, সেখান থেকে মিরপুরে আমাদের মানসিকতার যে বদল হয়েছে সেটা ছিল আসলেই দারুণ। দলের সবাই এমন একটি ম্যাচ জিততে পেরে দারুণ খুশি।’

এছাড়াও যোশি মনে করেন, মিরপুরে খেলাটাই বাড়তি সুবিধা দিচ্ছে বাংলাদেশকে, ‘মিরপুরে আমরা অনেক ম্যাচ খেলেছি। আমি বলব এটা আমাদের জন্য খুবই পয়া একটা ভেন্যু। আর এখানে দর্শকদের উৎসাহও অনেক বড় একটা ব্যবধান গড়ে দেয়। আমি বলছি না সিলেটে সেটা আমরা পাইনি। সিলেটেও আমরা দর্শকদের কাছ থেকে দারূণ উৎসাহ পেয়েছি। কিন্তু মিরপুরে বাংলাদেশ দল এতো বেশি খেলেছে এখান থেকে ঘরের মাঠের সুবিধা সবচেয়ে ভালোভাবে নিতে পারে দল।’

নতুন বছরের আগাম উপহার হিসেবেই দলের কাছ থেকে জয় চান যোশি, ‘আমরা এখন শুধু জিততে চাই, এটাই আমাদের মাথায় আছে। কাল (বৃহস্পতিবার) যেসব ভালো জিনিস করেছি সেটাই আমরা ধরে রাখতে চাই। তাহলে বড়দিন ও নতুন বছরের আগাম উপহার দিতে পারব আমরা সবাইকে।’

অনলাইন আপডেট

আর্কাইভ