শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাংঙ্কিংয়ের শীর্ষে থেকেই চলতি বছর শেষ করছে বেলজিয়াম। নতুন র‌্যাংঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছে রবের্তো মার্তিনেসের দল। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ তালিকায় ১ হাজার ৭২৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে বেলজিয়াম। এক পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আছে ফ্রান্স। চলতি বছরে মাত্র দুটি ম্যাচে হেরেছে বেলজিয়ানরা। রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ফরাসিদের কাছে ১-০ গোলে হার ছাড়া অন্যটি সুইজারল্যান্ডের বিপক্ষে। তিন নম্বর অবস্থান ধরে রেখেছে ব্রাজিল। চার নম্বরে আছে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। উয়েফা নেশন্স লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া ইংল্যান্ড ও পর্তুগাল আছে যথাক্রমে পাঁচ ও ছয় নম্বরে। উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ককে নিয়ে পূরণ হয়েছে সেরা দশ। র‌্যাংঙ্কিংয়ে সেরা দশের বাইরে থেকে নতুন বছর শুরু করতে হবে সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১১), জার্মানি (১৬) ও ইতালিকে (১৮)। এশিয়ার দলগুলোর মধ্যে সেরা অবস্থানে আছে ২৯ নম্বরে থাকা ইরান। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার আছে ৯৩ নম্বরে।

অনলাইন আপডেট

আর্কাইভ